Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বালিয়াকান্দি,রাজবাড়ী গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল কল্যাণ বিভাগের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপজেলা পর্যায়ের প্রধান অফিস। এই অফিসের অফিস প্রধানের পদবী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এই অফিসের সরাসরি নিয়ন্ত্রনে প্রতিটি ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক(FPI) গণ এর তত্বাবধানে পরিবার কল্যাণ সহকারী(FWA) গণ বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে, SACMO এবং FWV গণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র , স্যাটেলাইট ক্লিনিক,উপজেলা সদর ক্লিনিক,মা ও শিশু স্বাস্থ্য ইউনিট হতে এবং মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) গণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পরিবার পরিকল্পনার  বিভিন্ন আধুনিক পদ্ধতি সেবা,মা-শিশু স্বাস্থ্য সেবা,প্রজনন স্বাস্থ্য সেবা,স্বাভাবিক প্রসব সেবা,কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা ও ছোট পরিবার গঠনের লক্ষ্যে জন সচেতনতা মূলক সেবা প্রদান করা হয়ে থাকে। 

 

 

এক নজরে রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়:-

 

ইমেইল:

ufpobaliakandi19@gmail.com

টেলিফোন

০৬৪২২ ৫৮০০৮

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

 

০১ টি

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

 

০৭ টি

 

উপজেলার মোট জনসংখ্যা

 ২,৩১,৪৬৮জন(প্রায়)

মোট সক্ষম দম্পতি

৪৫,৫৮২

পুরুষ

১,১৭,০৯৯জন

মহিলা

১,১৪,৭৬৯জন

সর্বমোট পদ্ধতি গ্রহীতা (জুলাই/২১)

৩৫,৩৫৬জন

সিএআর (জুলাই/২১)

৭৭.২৩%

 

ছবি

 

সংযুক্তি